Friday, August 29, 2025
HomeScrollপুঞ্জে ফের বেজে উঠল সাইরেন

পুঞ্জে ফের বেজে উঠল সাইরেন

ওয়েব ডেস্ক: গতকালের পর আজ, ফের পুঞ্জে বেজে উঠল সাইরেন! বৃহস্পতিবার ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে পাকিস্তান হামলা চালায়। সাংবাদিক বৈঠক থেকে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, পাকিস্তান ৩৬ টি এলাকায়, প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা চালায়। যদিও পাল্টা প্রতিঘাত শুরু করে ভারত। ভারত পাকিস্তানের ৫০টি ড্রোন নিক্ষেপ করে নামায়। কিন্তু জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে ব্ল্যাকআউট জারি করা হয়। এমনকি আজ জয়সালমিলে সন্ধে ৬টা থেকে আগামিকাল সকাল ৬টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক বৈঠকে বিরাট ঘোষণা বিদেশ মন্ত্রকের, দেখুন সরাসরি

এই ঘটনার পরেই যখন ভারত একাধিক বৈঠক শুরু করে, সেই আবহে এবার আবারও পুঞ্জে বেজে উঠল সাইরেন। অর্থাৎ ফের কি শুরু হতে চলেছে হামলা? এখন এই প্রশ্নই সঙ্গিন। কারণ ইতিমধ্যেই জাইসালমিলে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে, আজ সন্ধ্যে ৬টা থেকে আগামিকাল সকাল ৬টা পর্যন্ত।

আর এবার ফের জম্মুতে শুরু হল ড্রোন হামলা। পাকিস্তানের পক্ষ থেকে ফের লক্ষ্য করা হল ভারতের সীমান্তবর্তী এলাকাগুলি।

দেখুন অন্য খবর

Read More

Latest News